এ্যানির জামিন নামঞ্জুর


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানার নয় মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। জামিনের আবেদন করেন এ্যানির আইনজীবী সানাউল্লাহ মিয়া।

এর আগে গত ২৮ জানুয়ারি আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহের মাধ্যমে এ্যানি রাজধানীর পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানার নয়টি মামলায় এই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ্যানির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৩ সালে সূত্রাপুর থানায় ও ২০১৫ সালে পল্টন এবং মতিঝিল থানায় এ্যানির বিরুদ্ধে এই নয়টি মামলা করা হয়।

জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।