অর্জিত সব টাকা ফুটবলে খরচ করছি, ট্যুরিস্ট বাস কিনতে চাই: সুমন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘এখনো ভাড়াবাসায় থাকি। জীবনে যা ইনকাম করেছি তা সব ফুটবলের পেছনে খরচ করেছি। আমার পরবর্তী চিন্তা ফুটবল টিমের জন্য একটি ট্যুরিস্ট বাস কেনা। যাতে করে খেলোয়াড়রা এটি ব্যবহার করে এলাকায় গিয়ে খেলাসহ দর্শনীয় স্থান দেখতে পারেন।’

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ধানমন্ডির লেক ভিউ ফুটবল কর্নার আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সৈয়দ সায়েদুল হক সুমন।

ব্যারিস্টার সুমন বলেন, আমি ওকালতি করে জীবনে অনেক টাকা রোজগার করেছি। আমার সব টাকা ফুটবল খেলার পেছনে খরচ করেছি।আমি এখনো ভাড়াবাসায় থাকি। চাইলে দেড়/দুই কোটি টাকা খরচ করে ঢাকায় একটি ফ্ল্যাট কিনে থাকতে পারতাম, কিন্তু ফুটবলকে ভালোবাসি বলে তা করিনি। এ টাকা খরচ করে আমি অনেক খেলোয়াড়কে বিভিন্ন নামকরা জায়গায় অবস্থান করে দিতে পেরেছি। পরবর্তী চিন্তা ফুটবল টিমের জন্য একটি ট্যুরিস্ট বাস কেনা। যাতে করে খেলোয়াড়রা এটি ব্যবহার করে আমাদের এলাকায় গিয়ে খেলাসহ অন্যান্য দর্শনীয় স্থান দেখতে পারেন।’

ঢাকার মানুষকে কখনই সহজ-সরল মনে হয়নি উল্লেখ করে সুমন বলেন, ‘আমি আমার এলাকা ও অন্যান্য এলাকায় গিয়ে দেখেছি, সেখানকার মানুষ অনেক সহজ-সরল। কিন্তু ঢাকার মানুষকে কখনো সহজ মনে হয়নি।’

তিনি বলেন, ‘প্রত্যেক সংগঠনের পেছনে রাজনীতি থাকে। তবে সে রাজনীতি হতে হবে দেশ ও জনগণের স্বার্থে।’

মানবসেবায় ব্রত এ মানুষটি ক্রীড়া অনুরাগীও। নিজের নামে গড়ে তুলেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। পেশাগত ব্যস্ততাকে পাশ কাটিয়ে ভবিষ্যৎ ফুটবলারদের অনুপ্রেরণা যোগাতে দেশের বিভিন্ন জেলায় ঘুরে ফুটবল খেলে বেড়ান।

এফএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।