হাইকোর্টের ২৮ আইনজীবীকে চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতির সংবর্ধনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ এএম, ০১ সেপ্টেম্বর ২০২২
হাইকোর্টের অনুশীলনের অনুমতিপ্রাপ্ত চাঁদপুরের ২৮ আইনজীবীর সংবর্ধনা অনুষ্ঠান

চলতি বছর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অনুশীলনের অনুমতিপ্রাপ্ত ২৮ জন আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতি। বুধবার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্লাটিনাম লাউঞ্জে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান উল্লা সদ্য অনুমতিপ্রাপ্ত আইনজীবীদের কলার ব্যান্ড পরিয়ে দেন। তাছাড়া, উপহার হিসেবে তাদের বাংলাদেশের সংবিধান ও হাইকোর্টের বিধানপত্র দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলার কৃতি সন্তান ও হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজল। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আব্দুন নূর দুলাল।

সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী আহসান উল্লার সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন সহ সভাপতি কাদের ভূঁইয়া, গাজী মহসীন। উপদেষ্টাদের মাঝে বক্তব্য দেন অ্যাডভোকেট ড. মো. শাহজাহান, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম চৌধুরী, অ্যাডভোকেট এ.কে.এম ফয়েজ, অ্যাডভোকেট এ.বি. রয় চৌধুরী, অ্যাডভোকেট আবু সাইদ সাগর প্রমুখ।

অনুষ্ঠানের একপর্যায়ের সমিতির সভাপতি জেসমিন সুলতানা বলেন, ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতি ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড চালু থাকবে। চাঁদপুরের নতুন আইনজীবীদের বরণ ও তাদের ডাটাবেজ তৈরি করে পেশাগত মান উন্নয়নে এ ধরনের আয়োজন ব্যাপক ভূমিকা রাখবে।

হাইকোর্টে সদ্য অনুশীলনের অনুমতিপ্রাপ্ত আইনজীবীদের উদ্যেশ্য করে সভাপতি বলেন, আপনাদের হাতে তুলে দিলাম দেশের পবিত্র সংবিধান ও হাইকোর্ট বিধানপত্র। আপনারা দেশের সংবিধান সমুন্নত রেখে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন ও হাইকোর্টের বিধানপত্র পড়ে ন্যায়বিচার নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন সুপ্রিম কোর্টে আইনজীবীদের স্ব স্ব অঞ্চলভিত্তিক সংগঠন রয়েছে। প্রতিটি সংগঠনই যার যার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সদস্যদের নিয়ে কাজ করে। ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতিও এর ব্যাতিক্রম নয়। ভবিষ্যতে সদস্যদের জন্য যেকোনো মানবিক ও পেশাগত উন্নয়নের কাজে আমাদের সমিতি জোরালো ভূমিকা রাখবে।

এফএইচ/এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।