জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নিয়ে রুল
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার বার্ষিক সাধারণ সভায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বাধীন কার্যকরী পরিষদকে বরখাস্ত করার প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সেই সঙ্গে জারি করা রুলের শুনানি না হওয়া পর্যন্ত কার্যকরী পরিষদ বরখাস্তের আদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হইকোর্ট। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
এদিন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নিজেই হাইকোর্টে এই আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এর আগে গত ২১ ডিসেম্বর জাতীয় বধির সংস্থার অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বাধীন কার্যরকরী পরিষদ বরখাস্ত করেন সমাজ সেবা অধিদফতর।
এফএইচ/এসকেডি/পিআর