কল্যাণপুরে বস্তি উচ্ছেদে নিষেধাজ্ঞা চেম্বারেও বহাল


প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

রাজধানীর কল্যাণপুরের আগুনে পোড়া বস্তি উচ্ছেদের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। এ বিষয়ে আগামী ৩০ জানুয়ারি উক্ত বিষয়ে শুনানি করার জন্য দিন ঠিক করা হয়েছে।

রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত হাইকোর্টের আদেশে স্থগিতে কোন আদেশ না দিয়ে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে স্থগিত আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল। তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

এর আগে গত ২১ জানুয়ারি কল্যাণপুরের পোড়া বস্তি  উচ্ছেদের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করেন।

এফএইচ/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।