১২৭ মুক্তিযোদ্ধার ভাতা স্থগিতকরণ নিয়ে হাইকোর্টের রুল
চাঁদপুর জেলার ১২৭ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিতকরণের বৈধতা প্রশ্নে হাইকোর্ট সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে। পৃথক চারটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। তিনি জানান, চাঁদপুরের ৫ উপজেলার ১২৭ জন সাময়িক সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা দীর্ঘ ৫-১০ বছর ধরে মুক্তিযোদ্ধা হিসেবে সরকার ঘোষিত মাসিক সম্মানী ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত বছরের জুলাই মাস থেকে কোনো কারণ না দেখিয়ে তাদের মাসিক সম্মানী ভাতা স্থগিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিটগুলো দায়ের করা হয়।
এফএইচ/জেডএইচ/পিআর