হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৩৯১ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৮ মে ২০২২
ফাইল ছবি

আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের লিখিত পরীক্ষায় ২৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন। আর তৃতীয় পরীক্ষকের নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৩৭৫ জনের ফল।

শনিবার (২৮ মে) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিখিত পরীক্ষার ফলাফল বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৩১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষা দেবেন। সে পরীক্ষায় উত্তীর্ণরা হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

এফএইচ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।