মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স হাইকোর্টে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১১ মে ২০২২
ফাইল ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাইবান্ধার পারভীন বেগম শায়লা (৩৮) নামে এক নারীর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে এসেছে।

বুধবার (১১ মে) সুপ্রিম কোর্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালতের দেওয়া কোনো মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানো হয়। সে অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই নারীর ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে।

২০১৮ সালের ৮ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ এলাকায় হিলি থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়রা মেইল বাস থেকে পারভীন বেগম শায়লাসহ পাঁচজনকে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে পুলিশ।

পরে গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মনিরুল হক বাদী হয়ে গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন।

সেই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গত ৩১ মার্চ রায় ঘোষণা করেন গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক। রায়ে আদালত পারভীন বেগমকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেন।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- সোহাগ, বিপুল মিয়া, রমজান আলী ও সাজু মিয়া। তাদের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী।

এফএইচ/এমপি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।