ভিকারুননিসার গভর্নিং বডি কেন অবৈধ নয় : হাইকোর্ট


প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনায় গভর্নিং বডি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সভাপতি রাশেদ খান মেনন এমপির নেতৃত্বে গভর্নিংবডিতে সদস্য রয়েছেন মোট সাত জন।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, গভর্নিং বর্ডির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শকসহ সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।
 
ইউনুস আলী আকন্দ বলেন, বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ প্রবিধানমালা ২০০৯ অনুযায়ী স্কুল কলেজ পরিচালিত হবে অভিভাবকদের সরাসরি ভোটে। কিন্তু ২০০৮ সালের পর থেকে আর কোনো কমিটি নির্বাচনে ভোট গ্রহণ করা হয়নি। বরং সরকার বিশেষ উদ্দেশ্যে নিজেরা কমিটি গঠন করে দিচ্ছে। যা সম্পূর্ণ বে-আইনি ও অবৈধ।

এর আগে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনার জন্য ২০১২ সালে রাশেদ খান মেননকে সভাপতি করে বিশেষ কমিটি গঠন করা হলে তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন ইউনূস আলী আকন্দ। রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই বিশেষ কমিটির গঠন কেন অবৈধ নয় মর্মে রুল জারি করেন। এ রুল বিচারধীন থাকা অবস্থায় সরকার পুনরায় বিশেষ কমিটি গঠন করে, যা আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন ইউনূস আলী আকন্দ।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।