টাঙ্গাইল-৪ উপনির্বাচনের রুল শুনানি শুরু


প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

টাঙ্গাইল-৪ (কালিহাতী) সংসদীয় আসনের উপনির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানি শুরু হয়েছে রোববার। রিটকারীর আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

রোববার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চে উক্ত রুলের শুনানি শুরু হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন।

এর আগে, গত ২ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ রুল নিষ্পত্তির জন্য এ বেঞ্চ ঠিক করে দেন। ওই দিন কাদের সিদ্দিকীর পক্ষে আদালতে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সুপ্রিম কোর্ট ৩১ জানুয়ারির পর্যন্ত রুল নিষ্পত্তির সময় বেঁধে দেন। আজ প্রথম হাইকোর্টের উক্ত বেঞ্চে এই মামলার শুনানি হয়। হাইকোর্টের জারি করা রুলের জবাব দিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন। আদালতের শুননিতে উপস্থিত ছিলেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মহাম্মদ আলী।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত করেন সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত। একই সঙ্গে এ উপনির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়। ইসির তফসিল অনুযায়ী ১০ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এফএইচ/এএইচ/বিএ  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।