স্বাস্থ্য সহকারী-কম্পিউটার অপারেটর পদে ৪৩ জনকে নিয়োগের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৯ মার্চ ২০২২

স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৯ জেলায় স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টোর কিপার পদে ৪৩ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষকে তা কার্যকর করতে বলেছেন আদালত।

এক রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল-ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন।

অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন বলেন,তিনটি পদে ৪৩ জন ২০১২ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পরীক্ষায় অংশ নেন এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ না দিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে অকৃতকার্যদের নিয়োগ দেওয়ায় রিট করেন তারা।

ওই রিটের ওপর শুনানি নিয়ে ৪৩ জনকে নিয়োগ দিতে ২০১৯ সালে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৯ জেলায় ৪৩ জনকে স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টোর কিপার পদে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন।

এফএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।