১০ জনের নাম প্রকাশের আবেদন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের আগে প্রস্তাবিত ১০ জনের নাম ওয়েবসাইটে প্রকাশে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ এই আবেদন করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী নিজেই।
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, বুধবার সার্চ কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ও মন্ত্রিপরিষদ সচিব বরাবর এ আবেদন করা হয়েছে।
মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এই ১০ জনের তালিকা হস্তান্তর করবে সার্চ কমিটি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। তবে এই ১০ জনের নাম প্রকাশ করা হবে না বলে আগেই জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।
গত ১২ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশনের জন্য নাম চূড়ান্ত করার আগে দেশের বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এমন কথা বলা হয়েছিল।
সেদিন সরকারের বিশেষ সুবিধাপ্রাপ্ত কোনো ব্যক্তির নাম নির্বাচন কমিশনে (ইসি) না রাখার প্রস্তাবও আসে। এছাড়া সার্চ কমিটিকে রাষ্ট্রপতির কাছে দেওয়ার আগে ১০ নাম প্রকাশের দাবি জানানো হয়।
এফএইচ/বিএ/এএসএম