বিচারপতি সৈয়দ আবু কাওসার মারা গেছেন

হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান মারা গেছেন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিচারপতি সৈয়দ আবু কাওসারের ছেলে সৈয়দ মুকিত আহমেদ জানিয়েছেন, তার বাবাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকের কারণে গত ২৬ অক্টোবর বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানকে হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন আইসিইউতে ছিলেন। এরপর ২২ ডিসেম্বর পর্যন্ত কেবিনে ছিলেন। ফের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি ইন্তেকাল করেন।
১৯৪৫ সালে জন্মগ্রহণ করা আবু কাওসার ২০০৪ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর স্থায়ী হন। ২০১২ সালের ১ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে অবসরে যান তিনি।
বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এফএইচ/এমএএইচ/