নবাবগঞ্জের ভাইস চেয়ারম্যান পাভেল বরখাস্ত, হাইকোর্টেও বহাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৮ নভেম্বর ২০২১

ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাবির হোসেন খান পাভেলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে আজ রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শওকত ওসমান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী আল আমিন সরকার। বিবাদী স্থানীয় বাসিন্দা মনসুর আলীর পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার ইউসুফ খান রাজিব ও ব্যারিস্টার এনায়েত বাতেন।

অস্ত্র মামলায় দণ্ডিত হওয়ার পরেও নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় ৪ এপ্রিল নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ভাইস চেয়ারম্যান মো. তাবির হোসেন খান পাভেল। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। আজ সেই রুল খারিজ করে দেওয়া হয়।

আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, ২০১৯ সালের ৩১ মার্চ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভাইস চেয়ারম্যান হন তাবির হোসেন পাভেল। কিন্তু নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় ফৌজদারি মামলার ক্রমিকে প্রযোজ্য নয় মর্মে তথ্য দেন তিনি। অথচ ২০১৮ সালে তাবির হোসেনকে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সেই মামলার বিষয়ে অভিযোগ দেন স্থানীয় ভোটার মনসুর আলী। ওই অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার বিভাগ তাবির হোসেনকে ভাইস চেয়ারম্যান পদ থেকে ৪ এপ্রিল বরখাস্ত করে।

ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন পাভেল। তখন হাইকোর্ট রুল জারি করে প্রজ্ঞাপন স্থগিত করেন। সেই রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রুল খারিজ করে দেন বলে জানান মোতাহার হোসেন সাজু।

এফএইচ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।