মন্ত্রী মোজাম্মেল হককে লিগ্যাল নোটিশ


প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

হাইকোর্টের রায় এবং বিচারপতিকে নিয়ে কটূক্তি করে আদালত অবমাননাকর বক্তব্য দেয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন বলে জানান।

নোটিশে বলা হয়, গত ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক আলোচনা সভায় হাইকোর্টের বিচারপতিকে কটাক্ষ করে বক্তব্য দেন মন্ত্রী মোজাম্মেল হক। মন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্ট রায় দিয়ে বিচারকের চেয়ারকে কলংকিত করেছেন। আমার কাছে হাইকোর্টের এ রায় আসার পর আমি ছুড়ে ফেলে দিয়েছি। আমি থাকতে কোন রায় নিয়ে মুক্তিযোদ্ধা হওয়া যাবে না’।

মন্ত্রীর এই বক্তব্য বিচার বিভাগের ওপর হুমকি ও আদালত অবমাননাকর বলে নোটিশে উল্লেখ করা হয়।

তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়। অন্যথায় সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুযায়ী আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে জানান এ আইনজীবী।

এফএইচ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।