সালামতসহ ১৯ জনের জামিনের আদেশ ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক কক্সবাজারের সালামত উল্লাহ খান (৭৭) সহ ১৯ জনের পক্ষে করা জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে রোববার। আগামী ৩০ ডিসেম্বর জামিনের বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন নির্ধারণ করেন। রোববার আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাত্তার পালোয়ান। অপরদিকে  আসামিদের জামিন আবেদনের বিরোধীতা করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।

এর আগে আসামিদের পক্ষে ট্রাব্যুনালে জামিন আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। আবেদন করার পর গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল জামিন শুনানির জন্য ২৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।

আসামিদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মানন্তর ও দেশান্তরকরণসহ ১৩টি অভিযোগ আনে তদন্ত সংস্থা। এই মামলায় এর আগে আসামি ছিলেন ১৯ জন। তবে গ্রেফতারকৃত একজন মারা যাওয়ায় মোট আসামি হলেন ১৮ জন। তবে নতুন আরো একজন আসামি যুক্ত হওয়ায় মোট আসামি সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।
 
সালামত উল্লাহ খান ছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন, মৌলভী জাকারিয়া শিকদার (৭৮), মো: রশিদ মিয়া বিএ (৮৩), অলি আহমদ (৫৮), মো. জালাল উদ্দিন (৬৩), মোলভী নুরুল ইসলাম (৬১), মোহাম্মদ সাইফুল ইসলাম সাবুল (৬৩), মমতাজ আহম্মদ (৬০), হাবিবুর রহমান (৭০), মোলভী আমজাদ আলী (৭০), মৌলভী আব্দুল মজিদ (৮৫), বাদশা মিয়া (৭৩), ওসমান গণি (৬১), আব্দুল শুক্কুর (৬৫), মোলভী সামসুদ্দোহা (৮২), মো. জাকারিয়া (৫৮), মো. জিন্নাহ ওরফে জিন্নাত আলী (৫৮) মোলভী জালাল (৭৫) ও আব্দুল আজিজ (৬৮)।

এদের মধ্যে সালামত উল্লাহ খানসহ ৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতাররা হলেন, সালামত উল্লাহ খান, মো. রশিদ মিয়া বিএ, মৌলভী নুরুল ইসলাম, বাদশা মিয়া, মৌলভী ওসমান গনি, মৌলভী শামসুদ্দোহা, মো.জিন্নাত আলী। তদের মধ্যে মোলভী সামসুদ্দোহা (৮২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।