১৭৬ কোটি টাকা আত্মসাৎ: আবদুর সাত্তারকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০১ নভেম্বর ২০২১
ফাইল ছবি

পদ্মা সেতুর নাম করে ১৭৬ কোটি টাকা জালিয়াতি ও আত্মসাতের মামলায় এবি ব্যাংকের সাবেক ইপিভি ও ম্যানেজার এবিএম আবদুর সাত্তারের জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী আট সপ্তাহের মধ্যে তাকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আদালতে এবি ব্যাংকের সাবেক এ কর্মকর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামরুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ছাড়াও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো আসিফ হাসান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানিক জাগো নিউজকে বলেন,পদ্মা বহুমুখী সেতুর ঠিকাদার সিনোহাইড্রেন করপোরেশন লিমিটেড ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নাম করে ছয়টি ভুয়া ও জাল ওয়ার্ক অর্ডার করে সাতটি অবৈধ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ১৭৬ কোটি ১৮ লাখ ঋণ দেওয়ার অভিযোগ উঠে এবি ব্যাংকের সাবেক ইভিপি এবং ম্যানেজার এবিএম আবদুস সাত্তারের বিরুদ্ধে। তাকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

এবি ব্যাংক লিমিটেড ও ইসলামি ব্যাংকের কাকরাইল শাখা থেকে জাল-জালিয়াতি ও প্রতারণার ঘটনায় দুদকের উপ-পরিচালক আবুল কালাম আযাদ ১৭ জনকে আসামি করে গত ৮ জুন ঢাকা মহানগর আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত পর্যায়ে আছে। এরপরই এবিএম আবদুস সাত্তার আগাম জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হন।

এফএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।