প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন মেলেনি সাহেদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৬ অক্টোবর ২০২১

এক ব্যবসায়ীর করা প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন মেলেনি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের।

মঙ্গলবার (২৬ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি ফরিদ উদ্দিন আহমেদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

আদালতে আজ সাহেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

বালু, রড, ইট ও পাথর ব্যবসার প্রতারণা নিয়ে সাহেদের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়। এই সাত মামলার চার্জশিট দিয়েছে সিআইডি। মামলাগুলোতে সাহেদের বিরুদ্ধে বালু ব্যবসায় সাতজন ব্যবসায়ীর কাছ থেকে চার কোটি ৯০ লাখ টাকার বালু গ্রহণ করে মূল্য পরিশোধ না করার অভিযোগ করা হয়েছে। এর একটি মামলায় জামিন আবেদন করা হয় আজ।

২০২০ সালের ১৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ী মামলাটি করেছিলেন। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ১৭ জুন পর্যন্ত বিভিন্ন সময় বালুসহ অন্যান্য মালামাল নিয়ে প্রতারণার অভিযোগ আনা হয় মামলায়।

এফএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।