যৌতুকের জন্য স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৭ অক্টোবর ২০২১
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর থানার হযরত নগর এলাকায় যৌতুকের জন্য স্ত্রী তানিয়া আক্তারকে হত্যার দায়ে স্বামী আল-আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক তাবাসসুম ইসলামের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

জানা যায়, ২০১৮ সালের ১৮ মার্চ তানিয়া আক্তারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন আল-আমিন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে আল-আমিন তার হাতে থাকা সুইচগিয়ার চাকু দিয়ে তানিয়াকে আঘাত করেন। ঘটনাস্থলে তানিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় তানিয়ার মা আনোয়ারা বেগম আনু বাদি হয়ে কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ১১ জুন কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক মোস্তফা আনোয়ার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছরের ৪ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলাটির বিচার চলাকালে ১৬ সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষ্য দেন।

জেএ/ইউএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।