অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৩ অক্টোবর ২০২১
প্রতীকী ছবি

হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল কুদ্দুসের দাফন শেষ হয়েছে। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা ১১টায় রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থা মারা যান আব্দুল কুদ্দুস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শোক ও দুঃখ প্রকাশ করছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আব্দুল কুদ্দুস ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এফএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।