কবিরহাট পৌরসভার ৩ ওয়ার্ডের ফলাফল হাইকোর্টে স্থগিত
নোয়াখালীর কবিরহাট পৌরসভার তিনটি (১, ৪ ও ৮ নম্বর) ওয়ার্ডের নির্বাচনের ফলাফলের গেজেট এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকেও নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
আদেশের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন জাগো নিউজকে বলেন, গত ২০ সেপ্টেম্বর কবিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কয়েকজন কাউন্সিলর প্রার্থী ইভিএমে ভোট কারচুপির অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়, ইভিএম মেশিনে শূন্য ভোট না দেখিয়েই ভোটগ্রহণ করা হয়।
পরদিন (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে এ অভিযোগ দায়ের করা হয়। কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিট দায়ের করেন আক্তারসহ পাঁচজন কাউন্সিল প্রার্থী।
রিটের শুনানি নিয়ে আদালত ইভিএমে ভোট কারচুপির অভিযোগ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনটি ওয়ার্ডের ফলাফলের গেজেট স্থগিত করেছেন।
গত ২০ সেপ্টেম্বর নোয়াখালীর কবিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জহিরুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
এফএইচ/বিএ/এএসএম