কিশোরগঞ্জে মানবতাবিরোধী অপরাধ : দুই সাক্ষীর জেরা শেষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের রাজাকার শামসুদ্দিন আহমেদসহ ৫ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৯ ও ২০তম সাক্ষীর জেরার কার্যক্রম শেষ করেছে আসামিপক্ষ।
 
রোববার ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীদের জেরা শেষে মামলার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।

১৯তম সাক্ষী চান্দু মিয়া ও ২০তম সাক্ষী মো. আব্দুল মান্নান। আসামিদের পক্ষে জেরা করেন আইনজীবী মাসুদ রানা ও পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের ৫ রাজাকারের বিরুদ্ধে ৭টি অভিযোগে চার্জ গঠন করা হয়। পাঁচ আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ গ্রেফতার আছেন। আর পলাতক বাকি আসামিরা হলেন- শামসুদ্দিনের সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ এবং রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন।

এফএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।