সাবেক কাউন্সিলর রাজীবের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাবন্দি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

সোমবার (২০ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মহিউদ্দিন আহমেদ।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গত বছরের ১৯ অক্টোবর তারেকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করে র‌্যাব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২১ কোটি ৫৬ লাখ ৫২ হাজার ৩৬৪ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে সিআইডির অরগানাইজড ক্রাইমের উপপরিদর্শক (এসআই) মো. জায়েদ আলী বাদী হয়ে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। এ মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন খারিজের পর হাইকোর্টে জামিন চেয়ে আপিল করে আসামিপক্ষ।

এফএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।