রোজারিওকে পিটিয়ে হত্যা: বাবা-মেয়ের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ৩১ আগস্ট ২০২১
ফাইল ছবি

রাজধানীর ভাটারায় রিগ্যান রোজারিও (২৫) নামের এক যুবককে বাসায় ডেকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা ও মেয়ে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আসামি প্রিয়াংকা গোমেজের (২১) এবং ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ আসামি জীবন গোমেজের (৫৫) জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, রিগ্যান রোজারিও গুলশানে একটি মুদি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। গত ২৭ আগস্ট বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান তিনি। রাত ৮টার পর কোনো এক সময়ে রিগ্যান জীবন গোমেজের বাসায় যান। এর আগে রিগ্যান তার বড় বোনকে ফোন করে জানান, তিনি একটি দাওয়াতে যাচ্ছেন। জীবনের বাসায় যাওয়ার পরে রিগ্যান মদ পান করেন। মদ্যপ অবস্থায় রিগ্যানকে মারপিট করেন জীবন। এতে রিগ্যানের মৃত্যু হয়। পরে তাকে টয়লেটে আটকে রেখে বাসায় তালা দিয়ে জীবন ও তার মেয়ে প্রিয়াংকা নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নিজেদের গ্রামের বাড়িতে পালিয়ে যান।

এ ঘটনায় রিগ্যানের বোন আলো রোজারিও ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেন।

জেএ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।