জয়দেবপুরে শিশু নয়ন হত্যা: আপিলে আসামির জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৯ আগস্ট ২০২১
ফাইল ছবি

জয়দেবপুরে ২০১৬ সালের নভেম্বরে আট বছরের শিশু নয়ন হত্যা মামলার আসামি মো. রফিককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি নিয়ে রোববার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

জানা যায়, ২০১৬ সালের ১১ নভেম্বর নয়নকে গলাটিপে হত্যার পর মরদেহ গুম করা হয়। দুইদিন পর ১৩ নভেম্বর পুলিশ মো. রফিককে গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় গত ২৫ মে রফিককে জামিন দেন হাইকোর্ট।

এরপর রফিক কারাগার থেকে মুক্তি পান। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আবেদন করে। এ আবেদনের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগ আসামির জামিন স্থগিত করেন ও দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এফএইচ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।