লতিফ সিদ্দিকীর মামলার স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি


প্রকাশিত: ১০:১৫ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলার(১৭টি) স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যের্তিময় বড়ূয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মনিরুজ্জামান কবির।

এর আগে চলতি বছরের মে ও জুন মাসে লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্টের বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটুক্তি করেন তখনকার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লতিফ সিদ্দিকী।

পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশে বিদেশে সমালোচনার ঝড় উঠে। বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো এর প্রতিবাদ ও মন্ত্রীর বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশ করেন। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে একের পর এক মামলা দায়ের হয়।

এফএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।