শহীদদের তালিকা সংগ্রহ সংক্রান্ত রিট খারিজ


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

একাত্তরে গণহত্যার শিকার শহীদদের নাম ও বৃত্তান্তসহ তালিকা সংগ্রহের নির্দেশনা চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।  সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে রিট আবেদন খারিজ করে দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী হাসনাত কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে গত ১৮ নভেম্বর ‘স্বাধীনতা যোদ্ধা অধিকার ফোরাম’ নামের এক সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন সিকদার এই রিট আবেদন করেন। রিটে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়।

পরে তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, আদালত রিট আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। রিট আবেদনে,ত্যাগের স্বীকৃতি হিসেবে একাত্তরের গণহত্যার শিকার শহীদদের নাম ও বৃত্তান্ত সংগ্রহে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না- এ বিষয়ে জানতে চেয়ে রুল জারি করা হয়।

এফএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।