ঝালকাঠির ১৯১ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত করার নির্দেশ


প্রকাশিত: ০৮:০১ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

ঝালকাঠি জেলার ১৯১ জন বীর মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া আগামী দুই মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার বিচারপতি জোবায়ার রহমান ও মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  

আদালত আবেদনের  পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার গালিব আমিদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুকুমার বিশ্বাস।

সরকার কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি প্রণীত নীতিমালা অনুসারে বিগত ২০০৪ সালে ঝালকাঠি জেলার চারটি উপজেলা তথ্য ঝালকাঠি সদর নলসিটি, কাঠালিয়া ও রাজাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রস্তুত করত: যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেন। কিন্তু গত ৩০ মে মন্ত্রণালয় শুধু মাত্র রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের নামের তালিকাটি গেজেট অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয়ভাবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বাকৃতি প্রদান করে।

মন্ত্রণালয়ের এ ধরনের নিস্ক্রিয়তা ও বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা আব্দুল হাই উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। ওই রিটের শুনানিতে ২০১১ সালের ৭ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। উক্ত রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে আজ আদালত এই আদেশ দেন।

এফএইচ/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।