হাইকোর্টে আজ থেকে ৩০ ভার্চুয়াল বেঞ্চে চলবে শুনানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৩ জুন ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সীমিত পরিসরে বিচার কাজ চলছিল। প্রথমে দু’টি বেঞ্চ গঠন করা হয়। পর্যায়ক্রমে হাইকোর্টের বেঞ্চ বাড়িয়ে ২১টি বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সর্বশেষ গত ১০ জুন আরও ৯টি নতুন বেঞ্চ গঠন করা হয়। ফলে হাইকোর্টে আজ রোববার (১২ জুন) থেকে ৩০টি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হবে।

জানা গেছে, দ্বিতীয় দফা করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিলের পর আজ থেকে সর্বোচ্চ ভার্চুয়াল বেঞ্চ পাচ্ছেন বিচারপ্রার্থীরা।

সংক্রমণ রোধে গত এপ্রিলের শুরুতে বিধিনিষেধ আরোপের পর ৪টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।

পরে ২২ এপ্রিল আরও দু’টি বেঞ্চ গঠন করা হয়। এরপর পর্যায়ক্রমে ২৯ এপ্রিল তিনটি, ২২ মে ৭টি, ৩১ মে ৫টি এবং সর্বশেষ ১০ জুন ৯টি বেঞ্চ গঠন করা হয়। আজ রোববার থেকে পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত মোট ৩০টি বেঞ্চ ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করবেন।

এফএইচ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।