৩০ কার্যদিবসে নিম্ন আদালতে ভার্চুয়ালে জামিনে মুক্ত ৪৯,৯০৫ জন
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সরকারঘোষিত চলমান ‘লকডাউন’-এর মধ্যে দেশের নিম্ন আদালতগুলোর কার্যক্রম চলছে ভার্চুয়াল মাধ্যমে। বৃহস্পতিবার (২৭ মে) ভার্চুয়াল পদ্ধতিতে সারাদেশে ৩ হাজার ১৯০টি ফৌজদারি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এতে জামিন পান ১ হাজার ৪০৭ জন হাজতি।
এ নিয়ে গত ৩০ কার্যদিবসে (১২ এপ্রিল থেকে ২৭ মে) সারাদেশের নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে বিচারাধীন ৯৪ হাজার ৮৪০টি মামলা ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪৯ হাজার ৯০৫ জন ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হন।
শুক্রবার গণমাধ্যমকে এসব তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফা লকডাউনে সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি আবেদনগুলোর শুনানি হচ্ছে। বৃহস্পতিবার সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩১৯০টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন আবেদন নিষ্পত্তি হয় এবং ১৪০৭ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হন।
এফএইচ/এসএস/এএসএম