জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২৬ ডিসেম্বর


প্রকাশিত: ০১:০৫ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫

‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৫’ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২৬ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, দেশের অধস্তন আদালতের সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ অংশ নেবেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকতে পারেন বলে সুপ্রিমকোর্ট সূত্র জানায়। এছাড়া বিচার বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের সচিবগণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ সম্মেলনের বিস্তারিত তথ্য ও অনুষ্ঠানসূচি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেয়া হয়েছে।

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মামলা জট কমানো, বিচার বিভাগকে যুগোপযোগী করতে ডিজিটাইলেজেশনের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত করা সংক্রান্ত বিষয় এ সম্মেলনে আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে সূত্র জানায়।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।