শাহাদাতের স্ত্রীর জামিন মঞ্জুর


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি নির্যাতনের মামলায় আটক ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত এ আদেশ দেন।

শাহাদাতের স্ত্রীর আইনজীবী অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু জামিনের আবেদনের শুনানি করেন। শুনানি শেষে আদালত ১৭ জানুয়ারি পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এর আগে ১৪ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর আদালত নিত্য শাহাদাতের জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ৪ অক্টোবর ভোরে রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুরবাড়ি থেকে তার স্ত্রী জেসমিন জাহানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান।

অপরদিকে জেসমিন জাহানের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ কার্যদিবসের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

এদিকে, শাহাদাতকে সবধরনের ক্রিকেট থেকে সাময়িক বহিষ্কার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।