১৫ দিনে নিম্ন আদালতে ভার্চুয়ালি ২৬৩০৮ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৪ মে ২০২১
প্রতীকী ছবি

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে ভার্চুয়ালি আবেদনের শুনানি নিয়ে ১৫ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালতে ২৬ হাজার ৩০৮ জন জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। মোট ৪৮ হাজার ৭৯৪টি আবেদন নিষ্পত্তি করে আদালত তাদের জামিন দেন।

মঙ্গলবার (৪ মে) সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি চলছে।

এর মধ্যে সোমবার (৩ মে) সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৫৬৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৭১৪ জন হাজতি ও অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

আর ভার্চুয়াল আদালত শুরুর ১৫ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৪৮ হাজার ৭৯৪টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ২৬ হাজার ৩০৮ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

এফএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।