ছাত্রী ধর্ষণ : আসামিকে জামিন দেননি হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৩ মে ২০২১

ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি মাসুদ রানাকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নটপ্রেস রিজেক্ট) করা হয়।

এ বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৩ মে) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।

গত বছর ১৯ সেপ্টেম্বরে টাঙ্গাইলের দেলদুয়ারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর মা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মামলার অভিযোগে বলা হয়, বাদিনীর মেয়েকে মোবাইলে এসএমএসের মাধ্যমে ডেকে নিয়ে যায় মাসুদ। এরপর তিন আসামি মেয়েকে নৌকায় তুলে বিলের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ মামলায় মাসুদ রানাকে ওই বছরের ২৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। সেই থেকে মাসুদ রানা কারাবন্দি।

এফএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।