খান-এ-সবুরের নামে স্থাপনার তালিকা চেয়েছে হাইকোর্ট


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৯ নভেম্বর ২০১৫

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী খান-এ-সবুরের নামে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় স্থাপনা ও প্রতিষ্ঠানের তালিকা চেয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ খুলনার মেয়রকে ১৫ দিনের মধ্যে ওই তালিকা আদালতে জমা দিতে আদেশ করেন।

এর আগে গত ৩ নভেম্বর খান-এ-সবুর সড়ক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান মিলনায়তনের নাম প্রত্যাহারে এক সপ্তাহ সময় দিয়েছিলো হাইকোর্ট।এ আদেশ বাস্তবায়নের প্রতিবেদন আদালতে দাখিলের পর রোববার এই আদেশ দেন।

স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনা নামকরণ প্রত্যাহারের নির্দেশনা চেয়ে ২০১২ সালে হাইকোর্টে একটি রিট করেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির। ওই রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ১৪ মে ওই দুই স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম প্রত্যাহারের আদেশ দেন।

আদেশে বলা হয়, খুলনা মহানগরীর খান-এ-সবুর সড়কের নাম প্রত্যাহার করে আগের ‘যশোর রোড’ নামটি ব্যবহার করতে হবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘শাহ আজিজুর রহমান’ মিলনায়তনের নাম প্রত্যাহার করতে হবে।
 
দীর্ঘ তিন বছরে আদালতের ওই নির্দেশনা অনুসরণ করা হয়নি মর্মে চলতি বছরের আগস্টে আবারো আদালতে আসেন মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির। এরপর ২৫ আগস্ট হাইকোর্ট এসব স্থাপনা থেকে প্রত্যাহারের নির্দেশ দেন।

এরপরও প্রত্যাহার না হওয়ায় আবারো আবেদন করেন মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির। আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ কে রাশেদুল হক। তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় আদেশ পালন করেছে। কিন্তু খুলনার মেয়রের প্রতিবেদন যথাযথ হয়নি। তাই ১৫ দিনের মধ্যে খান-এ- সবুরের নামে কী কী স্থাপনা আছে তার তালিকা চেয়েছেন।  

এফএইচ/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।