৪৫ হাজার গুলি উদ্ধার মামলার অগ্রগতি জানতে চান হাইকোর্ট


প্রকাশিত: ১১:২৪ এএম, ২৪ নভেম্বর ২০১৫

২০০৩ সালে বগুড়ায় ৪৫ হাজার গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের চাঞ্চল্যকর মামলাটি ১২ বছরেও কেন নিষ্পত্তি হয়নি জানতে চেয়ে বিষয়টি তদন্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতে বলা হয়, এ মামলার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার জন্য সংশ্লিষ্ট বিচারক, তদন্ত কর্মকর্তা বা সরকারি আইনজীবী-কার গাফিলতি আছে, তা বের করতে হবে।

বিষয়টি তদন্ত করে ৪৫ দিনের মধ্যে মামলা সংক্রান্ত একটি প্রতিবেদন দেয়ার জন্য স্বরাষ্ট্রসচিব ও আইনসচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। ট্রাক মালিকের জামিন আবেদনের নিষ্পত্তি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে শুনানি করেন তাঁর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।

২০০৩ সালের ২৭ জুন বগুড়ার একটি ট্রাক থেকে চাইনিজ রাইফেলের ৪৫ হাজার গুলি ও ৩৬ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। পরের দিন বগুড়া সদর থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়।

২০০৩ সালের ১১ সেপ্টেম্বর সাতজনকে আসামি করে পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেয়। ওই মামলা সংশ্লিষ্ট এক আসামি ট্রাক মালিক আশিস দেব বর্মার জামিন চেয়ে মঙ্গলবার আদালতে শুনানি করেন তাঁর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

আদালত জামিন আবেদনটি খারিজ করে দেন। তবে আগামী চার মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করে মামলা নিষ্পত্তি করার আদেশ দেন আদালত। বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এ মামলাটির বিচার চলছে।

এফএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।