বসুরহাটে সংঘর্ষ : ১০৭ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৮ মার্চ ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের হাঙ্গামা ও সংঘর্ষের ঘটনায় করা কয়েকটি মামলায় ১০৭ জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৮ মার্চ) পৃথক আবেদনের শুনানি নিয়ে দুই পক্ষের ১০৭ জন নেতাকর্মীকে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

এর মধ্যে বর্তমান মেয়র আবদুল কাদের মির্জার পক্ষের নয়জন রয়েছেন। অপর পক্ষের রয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানসহ ৯৮ জন।

এই ৯৮ জনের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও মোনায়েম নবী। নয়জনের পক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ ও সুমন বণিক।

পরে আইনজীবী মোনায়েম নবী বলেন, ‘৮ মার্চ একটি ও ১০ মার্চ দুটি মামলা দায়ের করা হয়। ওই তিন মামলায় খিজির হায়াত খানসহ ৯৮ জনকে চার সপ্তাহের জামিন দিয়েছেন আদালত। শুনানির সময় আদালত উষ্মা প্রকাশ করে বলেছেন, ‘কোম্পানীগঞ্জের বসুরহাটে হচ্ছেটা কী?’

আইনজীবী সুমন বণিক বলেন, ‘১৯ ফেব্রুয়ারি করা এক মামলায় আইয়ুব আলীসহ নয়জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।’

এফএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।