মেডিকেল প্রশ্নফাঁসের মূলহোতা জসিমের স্ত্রীর জামিন মেলেনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৮ মার্চ ২০২১
ফাইল ছবি

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা জসিম উদ্দিনের স্ত্রী শারমিন আরা জেসমিন শিল্পীর জামিন মেলেনি। তাকে আগামী দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

এ-সংক্রান্ত জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক বলেন, মেডিকেল কলেজে ভর্তিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার মূলহোতা জসিম উদ্দিনের স্ত্রী শারমীন আরা জেসমিনকে জামিন দেননি হাইকোর্ট। তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর প্রেস থেকে প্রশ্নফাঁস করে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে শত কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ লেনদেন ও রূপান্তরের অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডি থানায় মানি লন্ডারিং আইনে মামলা করা হয়। মামলায় জালিয়াতচক্রের হোতা জসিম উদ্দিন ভুইয়া মুন্নু, তার খালাতো ভাই স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর প্রেসকর্মী আব্দুস সালাম খান, জসিমের বোন শাহজাদী আক্তার মীরা, স্ত্রী শারমিন আরা জেসমিন শিল্পীসহ ১৪ জনকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, জসিম সিন্ডিকেট তৈরি করে ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিপুল পরিমাণ অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করে। তার ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্র পাওয়া যায়। বাংকে ২১ কোটি ২৭ লাখ পাঁচ হাজার টাকা জমা এবং ২১ কোটি ছয় লাখ ৭৫ হাজার টাকা তুলে নেয় জসিম।

২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নফাঁস তদন্তের সূত্রে মেডিকেলের প্রশ্নফাঁসের তথ্য পায় সিআইডি। গত বছরের ২০ জুলাই মিরপুর থেকে চক্রের হোতা জসিমসহ পাঁচজন এবং পরবর্তী সময়ে সালামসহ আরও ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মাত্র পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এফএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।