সুপ্রিম কোর্ট বারে নির্বাচন ১০-১১ মার্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচনে আগামী ১০ ও ১১ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিজ্ঞাপন

কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সরকার সমর্থক ও বিএনপি সমর্থক আইনজীবীরা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

সরকারপন্থীদের প্যানেলে জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরুকে সভাপতি ও আইনজীবী আব্দুল আলীম মিয়া জুয়েলকে সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে। অপরদিকে বিএনপি সমর্থকদের প্যানেলে সভাপতি পদে মো. ফজলুর রহমান ও সম্পাদক পদে সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

২০২০-২১ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে জয় পেয়েছিল সরকারপন্থী আইনজীবীরা। অপরদিকে সম্পাদকসহ ৮টি পদে বিএনপিপন্থী প্যানেলের আইনজীবীরা জয় পেয়েছিল।

এফএইচ/এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।