ধর্ম পালনে সবাই স্বাধীন : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন। ধর্ম আমাদের উদারতা ও মানবতার শিক্ষা দেয়। আমরা ধর্ম পালনে সবাই স্বাধীন। তাইতো সব ধর্মের মিলিত সংস্কৃতিই বাঙালির সংস্কৃতি।’

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে।

jagonews24

প্রতি বছরের মতো এবারো সর্বোচ্চ আদালতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। বক্তব্য শেষে সুপ্রিম কোর্ট বারের পূজামণ্ডপ পরিদর্শনে যান প্রধান বিচারপতি।

jagonews24

এ সময় আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. ফজলুর রহমান প্রমুখ।

jagonews24

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে সুপ্রিম কোর্টে পৃথক দুটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি।

jagonews24

বাণী অর্চনা-২০২১ উপলক্ষে প্রশাসনিক ভবন প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ। অপরদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে সরস্বতী পূজা উদযাপন পরিষদ।

jagonews24

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন। এ দেশের হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আবহমানকাল ধরে সরস্বতী পূজা উদযাপন করে আসছে। শিক্ষা ও সংস্কৃতির দিক থেকেও এ উৎসবের তাৎপর্য অপরিসীম।

jagonews24

প্রধান বিচারপতি আরও বলেন, ধর্ম আমাদের শিক্ষা দেয় উদারতা, মানবিকতাবোধ, অসম্প্রাদায়িকতা ও সহিষ্ণুতা। আবহমানকাল থেকে আমাদের এ দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, হৃদ্যতা ও মমত্ববোধের সঙ্গে মিলে মিশে বাস করছে। সব ধর্মের মিলিত সংস্কৃতি আমাদের বাঙালি সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত। সুদীর্ঘ কালের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান এই ঐতিহ্য আমাদের সবাইকে ধারণ করতে হবে।

এফএইচ/এমএইচআর/এএসএম/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।