সুপ্রিম কোর্ট বারের সদস্য হলেন ৪০ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১

হাইকোর্ট বিভাগের ৪০ জন আইনজীবীকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোশিয়েশনের) সদস্য পদ (মেম্বারশিপ) দেয়া হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল রোববার (৭ ফেব্রুযারি) বারের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় তাদের সদস্য পদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আমরা ৪০ জনকে মেম্বারশিপ দিয়েছি। এখন থেকে তারা সুপ্রিম কোর্ট বারের অন্যান্য সদস্যের মতো সব সুযোগ সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন মেম্বারশিপ পাওয়া অ্যাডভোকেট জোহরা আকতার বলেন, মেম্বারশিপ একটা ডকুমেন্ট। আমি গত বছরই সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছি। উচ্চ আদালতে মামলাও করছি নিয়মিত।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

জানা গেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সিনিয়র জুনিয়র মিলিয়ে ৯ হাজারেরও বেশি আইনজীবী রয়েছেন।

এফএইচ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।