হিরোইন মামলায় ২ নারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় হিরোইন উদ্ধারের ঘটনায় করা মামলায় দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- হেলেনা আক্তার ও আফিয়া বেগম।

জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এফডিসি রোডের সামনে থেকে হিরোইনসহ তাদের গ্রেফতার করে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম ও ১২০ গ্রাম করে হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

জেএ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।