করোনাকালে দুই বিচারকসহ ১০৬ জনকে হারিয়েছে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১২ এএম, ১২ নভেম্বর ২০২০

করোনাকালীন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দুই বিচারক ও ১০৪ জন আইনজীবীসহ মোট ১০৬ জন মৃত্যুবরণ করেছেন। ২০১৯ সালের ২২ ডিসেম্বর থেকে চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত কোভিড-১৯, অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করেন। অর্থাৎ গত ১১ মাসে দুই বিচারকসহ ১০৬ জনকে হারিয়েছে সুপ্রিম কোর্ট।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে দুই বিচারক ও ১০৪ আইনজীবীর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান আইনজীবীরা।

বিজ্ঞাপন

স্মরণসভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ রাগিব রউফ চৌধুরী বলেন, ‘প্রতিবছর সুপ্রিম কোর্টের গড়ে ৩৩ জন আইনজীবী মৃত্যু হয়। তবে গত আট মাসে একজন সাবেক প্রধান বিচারপতি (মাহমুদুল আমীন চৌধুরী), একজন বিচারপতি (মো. মিজানুর রহমান ভূঁইয়া) এবং আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১০৪ জন সদস্যের মৃত্যু হয়েছে। আমরা তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রয়াত সহকর্মীদের নাম ধরে ধরে বিভিন্ন সময় তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার স্মৃতিচারণ করেন। এছাড়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সম্প্রতি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বর্তমান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘সবশেষে আমি যার কথা বলব, তিনি হলেন আমার সিনিয়র মাহবুবে আলম।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে উনার কাছে অনেক বেশি ঋণী। প্রথম থেকেই তার সাথে কাজ করি। তার কথা বলতে গেলে কষ্ট হয়। তরুণ বয়সে যখন সুপ্রিম কোর্টে আসি, তখন থেকেই তার সঙ্গে কাজ শুরু করি। একজন মানুষ আরেকটা মানুষকে কীভাবে গড়ে তুলতে হয়, আমি এটা উনার কাছ থেকে দেখেছি।’

প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছ থেকে কাজ শেখা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তার সাথে বসেছি, উনি আমাকে হাতের লেখা শিখিয়েছেন, ডিস্ট্রিক্ট কোর্টে কীভাবে মামলা ফাইল করতে হয়, সেটা শিখিয়েছেন। কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে বা কাউকে কষ্ট দিতে কখনও দেখিনি। শেষ জীবন পর্যন্ত উনাকে স্মরণ রাখব। আমি মাহবুবে আলম সম্পর্কে খুব একটা বলতে পারব না, আমার কষ্ট হয়। আপনারা সবার জন্য দোয়া করবেন। আমরাও একদিন চলে যাব, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদের বেহেস্ত নসিব করেন।’

একশ’রও বেশি আইনজীবীর মৃত্যু সম্পর্কে বলতে গিয়ে আমিন উদ্দিন বলেন, ‘আমার মনে হয় সুপ্রিম কোর্টের ইতিহাসে ৮-৯ মাসে এত আইনজীবী কোনোদিনও মারা যাননি। আপনাদের কাছে অনুরোধ করব উনাদের জন্য দোয়া করতে। আপনাদের কাছে অনুরোধ করছি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। ফলে সবাই যেন সুস্থ থাকতে পারি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় স্মরণসভায় স্মৃতিচারণ করেন সমিতির সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, আব্দুল জব্বার ভূঁইয়া, কোষাধ্যক্ষ রাগিব রউফ চৌধুরী, আইনজীবী মমতাজ উদ্দীন মেহেদী ও শাহ মঞ্জুরুল হক প্রমুখ।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।