মেয়র মান্নানের জামিন মঞ্জুর


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৮ নভেম্বর ২০১৫

নাশকতার দুই মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে তার কারাগার হতে বের হতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার সকালে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা। মাসুদ রানা সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর টঙ্গী ও কালিয়াকৈর থানায় পুলিশের দায়ের করা নাশকতার পৃথক দুই মামলায় আজ  হাইকোর্ট তাকে জামিন দেন।

তিনি আরো বলেন, পুলিশ এ পর্যন্ত তাকে মোট ১৭টি মামলায় শ্যোন অরেস্ট দেখিয়েছে। এর আগে তিনি  ১৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ বাকী দুই মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে কোনো বাধা নেই।

এর আগে গত ১১ ফেব্রয়ারি মেয়র এমএ মান্নানকে রাজধানীর বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে  বারডেম হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এফএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।