ভার্চুয়াল শুনানিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৪ অক্টোবর ২০২০
ফাইল ছবি

ভার্চুয়াল কোর্ট পরিচালনা যাতে বাধাগ্রস্ত না হয় এর জন্য সুপ্রিম কোর্টে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

গণপূর্ত মন্ত্রণালয়ের ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) ভার্চুয়াল আদালতের মামলার কার্যক্রম পরিচালনার সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছিল। এটি বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ডিপিডিসির এমডিকে তলব করে আদেশ দিয়েছিলেন।

আজ তিনি উপস্থিত হওয়ার পর সুপ্রিম কোর্টে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেন আপিল বিভাগ।

এফএইচ/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।