ব্রুনাইয়ে মানবপাচার: হিমুসহ তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

ব্রুনাইয়ে মানবপাচারের অভিযোগে গ্রেফতার শেখ আমিনুর রহমান হিমুসহ (৫৫) তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দুজন হলেন- হিমুর সহযোগী মো. নুর আলম (৩৬) ও বাবলুর রহমান (৩০)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর কাফরুল থানায় মানবপাচার আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাফরুল থেকে এনএসআই ও র‌্যাবের অভিযানে মানবপাচারকারী শেখ আমিনুর রহমান হিমু ও তার সহযোগী নুর আলম ও বাবলুরকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাদের বিরুদ্ধে কাফরুল থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়।

জেএ/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।