প্রাণসহ ৫ কোম্পানির দুধ উৎপাদন-বিপণনে বাধা নেই
অডিও শুনুন
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্সপ্রাপ্ত পাঁচটি পাস্তুরিত দুধ কোম্পানির উৎপাদন, সরবরাহ, সংগ্রহ ও বিপণনে হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে প্রাণসহ পাঁচ কোম্পানির দুধ উৎপাদন-বিপণনে বাধা থাকল না।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রাণসহ অন্যদের করা আবেদন নিষ্পত্তি করে রোববার (২০ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ প্রাণ ডেইরির পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ সাংবাদিকদের বলেন, প্রাণ ডেইরি, আফতাব মিল্কসহ পাঁচটি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন বা বিপণন বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিতই রেখেছেন আপিল বিভাগ।
এর আগে গত বছরের ১৪ জুলাই এক আদেশে বিএসটিআইয়ের লাইসেন্সধারী সব ব্র্যান্ডের পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও ডিটারজেন্টসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান আছে কি-না, তা এক সপ্তাহের মধ্যে পরীক্ষা করতে চারটি ল্যাবকে নির্দেশ দেন হাইকোর্ট।
এরপর ২৮ জুলাই বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে বাজারে থাকা এসব দুধ কেনা-বেচায় সতর্ক থাকতেও বলেন আদালত।
পরে কোম্পানিগুলোর পক্ষ থেকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।
৩১ জুলাই চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আদেশ দেন। প্রাণসহ পাঁচটি কোম্পানি আবেদন করার পর আজ আপিল বিভাগ চেম্বার জজ আদালতের সেই আদেশ বহাল রেখেছেন।
এফএইচ/এইচএ/এমএস