উপহারের নামে অর্থ আত্মসাৎ, প্রতিবেদন ২৪ সেপ্টেম্বর
উপহারের নামে অর্থ আত্মসাতের অভিযোগে চার নাইজেরিয়ানসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
শুক্রবার (৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম দেব্রবত বিশ্বাস মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলে এ দিন ধার্য করেন।
এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত র্যাব-৪ এর একটি দল রাজধানীর কাফরুল ও পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, অনুয়ারাহ নামাদি (৩২), রুবেন (৪১), মাকদু কেলভিন (৪১), ফ্রান্ক জ্যাকব (৩৫) এবং টুম্পা আক্তার (২৩)।
এ গ্রুপের টুম্পা আক্তার নিজেকে বাংলাদেশের কাস্টমস কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। গ্রেফতারদের কাছ থেকে দুইটি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ব্যাংকে অর্থ জমাকৃত বই, চেকবই, ১২টি মোবাইল, একটি প্রাইভেট জিপ, নগদ তিন লক্ষাধিক টাকাসহ হোয়াটসঅ্যাপ-ইমো-ফেসবুকে কথোপকথনের স্ক্রিনশটের কপি জব্দ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কাফরুল থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
র্যাব-৪ জানায়, বিভিন্ন সামাজিক মাধ্যমে পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে দামি উপহার পাঠানোর প্রলোভন দেখিয়ে অভিনব পদ্ধতিতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এ চক্র।
জেএ/এএইচ/এমএস