ফল পরিবর্তনের নামে প্রতারণা : ২ জনের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৩ জুলাই ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ফল পরিবর্তনের নামে অর্থ আত্মসাতের অভিযোগের দায় স্বীকার করেছেন মাসুম রানা রনি (২৪) ও মো. আব্দুর রহিম সাদেক (২২)। ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) তাদের দুইজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জানা গেছে, ফয়সাল মাহবুব (ফেসবুকের ফেক অ্যাকাউন্ট) নাম ব্যবহার করে সাত কলেজের বিভিন্ন গ্রুপে ফল পরিবর্তন করার পোস্ট দিতেন তারা। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন এ অ্যাকাউন্ট ব্যবহার করেই। অনেক শিক্ষার্থী ফল পরিবর্তনের লোভে বিকাশের মাধ্যমে এ চক্রকে টাকা দিতেন। পরে তারা বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।

প্রতারণার কথা জানতে পেরে গত ১ জুলাই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ঢাবি কর্তৃপক্ষ। পরে র্যাব-৩ চক্রের মূল হোতাসহ দুজনকে আটক করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটক আসামিসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ আগস্ট দিন ধার্য রয়েছে।

জেএ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।