মাহবুবুল হক চিশতীসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২২ জুলাই ২০২০

প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের (সাবেক দি ফারমারর্স ব্যাংক লি.) পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীসহ ছয়জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২২ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দুদকের উপসহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন-পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতি, তার ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক চিশতি, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, মো. রেদওয়ানুল কবির চৌধুরী, বগুড়ার আল-ফারুক ব্যাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আল ফারুক ও আল ফারুক ব্যাগস লিমিটেডের পরিচালক নিম্মি কবির চৌধুরী।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‘আসামিরা পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংক লি. (সাবেক দি ফারমার্স ব্যাংক লি.) মতিঝিল শাখার ৪০ কোটি ৭৯ লাখ ২১ হাজার টাকা (যা সুদাসলসহ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থিতি ৬২ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৬১৯ টাকা ৬৭ পয়সা) আত্মসাৎ করে দণ্ডবিধি ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারায় শান্তিযোগ্য অপরাধ করেছেন।’

জেএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।